বিএনপির বরিশাল গণসমাবেশের আগে বাস বন্ধের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৯৬৪ বার পড়া হয়েছে
৩ নভেম্বরের মধ্যে মহাসড়কে নসিমন-করিমনসহ অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ না হলে ৪ নভেম্বর সকাল থেকে ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল নগরীতে সকল স্থানীয় ও দূরপাল্লা রুটে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকরা।
পূর্বের বিভিন্ন দাবিতে একই সময়ে লঞ্চ চলাচলও বন্ধ রাখার পূর্বাভাস দিয়েছে লঞ্চ মালিক সংগঠন। এদিকে..৫ নভেম্বর বরিশালে বিএনপির পূর্বঘোষিত বিভাগীয় গণসমাবেশের আগে বাস বন্ধের ঘোষণাকে ‘নাটক’ দাবি করে মহানগর বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, কোনো বাধাই বিএনপির জনসমুদ্র রুখতে পারবে না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে বিভাগীয় কমিশনার জানিয়েছেন।