বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা মহানগর আ’লীগ

- আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে রাজধানী প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপিকে প্রতিহত করার পাশাপাশি আগামী নির্বাচন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা। বিএনপির অগ্নিসন্ত্রাসকে রাজপথেই মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সকালে মিরপুরের পল্লবী এলাকায় বিক্ষোভ মিছিল করেন মহানগর আওয়ামী লীগ উত্তর । সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির নেতৃত্বে মিছিলে অংশ নেন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
রাজধানীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ দক্ষিণ । সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে এতে অংশ নেন মহাগনগর দক্ষিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামীকালও কর্মসূচীর পালন করার ঘোষনা দেন তারা।
বিএনপির হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে মহাখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর যুবলীগউত্তর ।
প্রধান অতিথির বক্তব্যে কর্মসূচীর নামে বিএনপির অগ্নি সন্ত্রাসের সমালোচনা করে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
পরে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়।