বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়ালি যোগ দিয়ে মাগুরার নেতাকর্মীদের এ কথা বলেন তিনি। এদিকে, আওয়মী লীগের অন্য শীর্ষ নেতারা বলেন, দেশকে পিছিয়ে নিতে জিয়াউর রহমানের নীতিতে কাজ করেছেন খালেদা জিয়া। ষড়যন্ত্রকারীরা এখনো দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় বলে জানান তারা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউটে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক বলেন, ধর্মকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীর এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার পতনের আন্দোলনের কথা ভুলে বিএনপিতে ঐক্য ফিরেয়ে আনার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
এদিকে, চট্টগ্রামে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, দেশ অর্থনৈতিক সংকটে পড়বে বিএনপি নেতাদের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না।
আগামী নির্বাচনে সমর্থন পেতে বিভেদ ভুলে তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মাহবুব-উল-আলম-হানিফ।