বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
শারীরিক অবস্থার আবার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হলে, অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন- ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন বলেও জানান তিনি। এর আগে করোনা ও পরবর্তী নানা জটিলতা নিয়ে বেগম জিয়া ২৭ এপ্রিল থেকে ৫৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর বাসায় থেকেই চিকিৎসা চলছিলো সাবেক এই প্রধানমন্ত্রীর।











