বিএনপির কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না : আমু

- আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বিএনপির কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগের মতো সংঘর্ষের রাজনীতির সুযোগ পাবে না বিএনপি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে শহীদ ময়েজউদ্দিনের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ।
আলোচনায় অংশ নিয়ে শহিদ ময়েজউদ্দিনের স্মৃতিচারণ করেন অতিথিরা। বিএনপি সহিংস পথে হাঁটলে রাজপথেই মোকবিলা করার হুশিয়ারি দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম।
বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু অভিযোগ করেন, দেশের রাজনীতিতে এখন ভ্যাকুয়াম তৈরির চেষ্টা চলছে।
সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে পালাবার পথ পাবে না বিএনপি।
বিএনপি ক্ষমতায় আসতে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ করেন ড. হাছান মাহমুদ।