বিএনপি’র আন্দোলন দমাতে নয়, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছেঃ আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বিএনপি’র আন্দোলন দমন করতে নয়, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাঁধা দেবে না। তবে, আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে কঠোর হাতে দমন করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলায় জামিনে আছেন। অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই চিকিৎসা নিতে হবে। বিদেশে যাওয়ার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।