বিএনপি’র আন্দোলন এখন সাধারণ জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে : আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে সরকারকে বিএনপির ১১ দফা দাবি আদায়ে সক্রিয় আন্দোলনের বার্তা দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। আমীর খসরু আরো বলেন, বিএনপি’র চলমান আন্দোলন কর্মসূচি এখন সাধারণ জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। আর তাই নেতাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, জনগণ এই সরকারকে বিদায় জানাতে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। যেকোন সময় দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দীন ও এম শাহজাহান বক্তব্য রাখেন।