বিএনপিতে নয়, নেতৃত্বের সংকট আওয়ামী লীগে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বিএনপিতে নেতৃত্বের সংকট রয়েছে বলে প্রধানমন্ত্রীর দেয়া মন্তব্য হাস্যকর। সংকট আওয়ামী লীগে রয়েছে বলে দাবী করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে কিছুই নেই। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে জানান তিনি। মানুষ হত্যা ও বিশিষ্টজনদের চুবিয়ে মারতে চায় যারা, তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না। মির্জা ফখরুল আরো বলেন, ২০০৪ সালে জাপানের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে সমীক্ষা চালিয়েছিলো বিএনপি সরকার। বিএনপি পদ্মা সেতু চায়নি বর্তমান সরকারের এমন বক্তব্য সঠিক না। আজই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাত নেতাকে আমন্ত্রণ জানায় সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।