বিএনপিকে সংলাপের জন্য ডাকা হয়নি : তথ্যমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
 - / ১৭০১ বার পড়া হয়েছে
 
বিএনপিকে সংলাপের জন্য ডাকা হয়নি মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপের সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন মাঠে মারা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সকালে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব পালন করবে। এই বাস্তবতা বিএনপিকে মেনে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি, দেশে সমর্থন পায়নি, আন্তর্জাতিক অঙ্গনেও সমর্থন পায়নি। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ বলে জানান তথ্যমন্ত্রী।
																			
																		














