বিএনপিকে আওয়ামী লীগ প্রতিপক্ষ ভাবলেও বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বিএনপিকে আওয়ামী লীগ প্রতিপক্ষ ভাবলেও বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে বিএসআরএফ’এর সংলাপে তিনি আরও বলেন, বর্তমান মন্ত্রীসভা দুর্বল না, কিছু দুর্বলতা থাকতে পারে সেটা প্রধানমন্ত্রী নিজেই কাটিয়ে উঠতে সহযোগীতা করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যা চেয়েছে সব দিয়েছে ভারত। শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে।
বিএনপির তো না পাওয়ার হতাশা। আওয়ামী লীগের না পাওয়ার হতাশা নেই।
বিএনপি ভারতের সঙ্গে দেয়াল তুলেছে, আওয়ামী লীগ সেই দেওয়াল ভেঙে দিয়েছে।