বিএনপি সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে: কাদের
- আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
বিএনপি সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কংগ্রেসম্যানদের সাথে বৈঠকে বিএনপির কোনো দাবিই তারা তোলেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ বিলুপ্তির কিছুই হবে না। সকালে রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ২৮ অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন বলে জানান ওবায়দুল কাদের।
রাজধানীর বনানীতে সেতুভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, অক্টোবরের মাঝামাঝি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের পরিবর্তন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি।
বাংলাদেশে সফরত মার্কিন কংগ্রেসম্যানদের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি না আসলেও তাদের জোটেরও অনেক দল আগামী নির্বাচনে অংশ নেবে বলেও জানান ওবায়দুল কাদের।






















