বিএনপি সবার কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে : আমির খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
৫০ বছরে রাজনীতির অর্জন নিয়ে মূল্যায়নের সময় এসেছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপি সবার কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বলেও জানান তিনি।
দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাজনীতি আর ইতিহাস ভিন্ন বিষয় উল্লেখ করে বিএনপি নেতা আরও বলেন, এখন রাজনীতিবিদরা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে যে ইতিহাস রচনা করছেন. তাও সবার সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি।