বিএনপি রাজনীতি নিয়ে হতাশ হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় আসতে না পেরে রাজনীতি নিয়ে হতাশ হয়ে পড়েছে। তাই তারা আবোল তাবোল বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র ও অভিনয় শিল্পীদের সাথে সাক্ষাতশেষে একথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বিগত ১২ বছর ধরে বিএনপি হুমকিই দিয়ে আসছে। এসব হুমকিতে বিএনপির ভাবমূর্তি দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর সেই অগ্রগতি থামিয়ে দিতে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি। শিল্পী ও সংস্কৃতির উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সাংস্কৃতিক অঙ্গনে ভবিষ্যতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।