বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও বাইরে স্বৈরাচারি মনোভাব : কাদের
- আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও বাইরে তাদের স্বৈরাচারি মনোভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজরই বেশি নীতির কথা বলে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা দেশের এমপি-মন্ত্রী হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি অভিযোগ করেন, শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি। সন্ত্রাসবাদ তাদের চেয়ে কেউ বেশি জানে না ।
দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
চলার পথে চ্যালেঞ্জ মোকাবিলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
























