বিএনপি পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থরাষ্ট্র বানাতে চায় : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপি পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, অলিগলিও খুঁজে পাবে না তারা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে ভবিষ্যতে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঢাকা ও রাজশাহীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ঢাকার সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। তবে সে সুযোগ আর কখনোই তারা পাবে না
বিএনপি নেতাদের রাজপথ দখলের নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব তাদের ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস।
রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিশ্বে বাংলাদেশকে সন্ত্রাসী দেশ বানাতে চায় বিএনপি।
জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ড. হাছান মাহমুদ।