বিএনপি নেতাকর্মীদের কাছে বাঁশ বিক্রি বন্ধ হয়ে গেছে : নৌ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, সহিংসতার ভয়ে বিএনপি নেতাকর্মীদের কাছে বাঁশ বিক্রি বন্ধ হয়ে গেছে।
সকালে দিনাজপুরে বোচাগগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, জনসম্পৃক্ত দল আওয়ামী লীগ হুংকারকে ভয় পায় না।
এই দল সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা