বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকারী : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপিকে ধ্বংসের রাজনীতির উত্তরাধিকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপির দ্বৈতনীতি আর দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিলো বিএনপি এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে পুনর্বাসনও করেছে তারা। এছাড়া বিএনপিকে আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।