বিএনপি দেশে শ্রমিকদের অধিকার ভুলুন্ঠিত করেছে : হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
বিএনপি দেশে শ্রমিকদের অধিকার ভুলুন্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এদেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করার সংস্কৃতিও চালু করেছিলো জিয়াউর রহমান। আর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেউ যেন সন্ত্রাস, অগ্নিসংযোগ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
পরে রাজনীতি ও সমসাময়িক নান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর প্রসঙ্গেও ।