বিএনপি গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিহ্নিত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিএনপি গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বন্দুকের নল উঁচিয়ে মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান।
দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে– বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া, বিএনপি ও তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাই খালেদা জিয়ার স্বাস্থ্যহানি হলে আসামি হবেন বিএনপি নেতারাই। এছাড়া রাষ্ট্রপতির সংলাপের জন্য বিএনপিকে দেয়া চিঠি গ্রহণ করাকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।