বিএনপি আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে : মাহবুবউল আলম হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
দন্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য বিএনপি আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
সকালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় হানিফ আরো বলেন, বিএনপিকে নি:শেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন হয়-না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষতায় থাকতে যে অপকর্মগুলো করেছিলো সেই অপকর্মের জন্যই বিএনপি নি:শেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিলো সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা বলেও মন্তব্য করেন মাহবুবউল আলম হানিফ।