বায়রা নির্বাচন নিয়ে একটি র্স্বাথন্বেষী মহল ষড়যন্ত্র করছে : মোস্তফা মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রা নির্বাচন নিয়ে একটি র্স্বাথন্বেষী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ। বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটি” সাগর রুনি মিলানায়তনে জনশক্তি রপ্তানিকারকদের নানাবিধ সমস্যা নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, একটি মহল বায়রার গলা টিপে ধরেছে। পায়ে পড়াচ্ছে বেড়ি। যাতে বায়রা সামনে এগোতে না পারে। যারা দুর্নীতির সাথে যুক্ত এবং বায়রা নির্বাচন বানচাল করতে চায় তাদের প্রতিহত করা হবে। ভালো এবং দক্ষ লোক বায়রার কমিটিতে যুক্ত করার প্রতি তাগিদ দেন নেতারা। সংবাদ সন্মেলনে বায়রার প্রতি সদস্যকে এক কোটি টাকা করে নগদ অনুদান ও বানিজ্যিক ব্যাংক থেকে স্বল্প সুদে পাচঁ কোটি টাকা করে প্রণোদনা দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান হয়।