বাস্তুচ্যুতদের ঘরে ফেরানোর উদ্যোগ নিচ্ছে তালেবান সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বহু আফগান পরিবার আশ্রয় নিয়েছিল দেশটির রাজধানী- কাবুলে। এবার তাদের ঘরে ফেরানোর উদ্যোগ নিচ্ছে তালেবান সরকার।
দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানায়, তারা বাস্তুচ্যুত আফগান পরিবারগুলোকে কাবুল থেকে তাদের নিজের প্রদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। কাবুলে বাস্তুচ্যুত কমপক্ষে দুই হাজার পরিবার রয়েছে। এসব পরিবারকে তাদের ঘরে ফেরত পাঠানো এবং সহায়তা দেয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে আগস্টের আগে এসব পরিবার কাবুলে এসে আশ্রয় নেয়। সরকারি কর্মকর্তারা বলছেন, এ প্রত্যাবাসন প্রক্রিয়া দাতা সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন করা হবে।