বাসা থেকে সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৬০৩ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব-এডিটর ছিলেন। গেলো রাত ৯টার দিকে বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। পুলিশ জানায়, দক্ষিণ বনশ্রীর ওই বাসায় মনুসর ছাড়াও আরো দু’জন ব্যাচেলর ভাড়া থাকতেন। অন্য দু’জন গেলো রাতে বাসায় ফিরে দেখেন- মনুসর যে কক্ষে থাকেন তা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে তারা ‘৯৯৯’ কল করেন। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।