বান্ধবীর জন্মদিন পালন করে বিপাকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বান্ধবীর জন্মদিন পালন করে বিপাকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালির কোভিড নাইনটিন নিয়ম ভঙ্গের অভিযোগে পুলিশের তদন্তের মুখে জুভেন্টাস তারকা।
বান্ধবি জিওর্জিনা রদ্রিগুয়েজের ২৭তম জন্মদিন উদযাপনে মঙ্গলবার তুরিন থেকে ভেলে দি অস্তার একটি স্কি রিসোর্টে যান রোনালদো। তবে ইতালি সরকারের বর্তমান কোভিড নিয়ম অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় অরেঞ্জ জোনের আওতায় ছিলো সেই রিসোর্ট। দুজনের একান্তে কাটানো মূহুর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জিওর্জিনা। যদিও পরে তা ডিলিট করে দেন রোনলদোর বান্ধবী। এরপরই ঘটনা তদন্তে নামে স্থানীয় পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা গুনতে হবে দুজনকে। গেলো বছর করোনা আক্রান্ত অবস্থায় পর্তুগাল থেকে ইতালি এসে সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো।










