বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রসহ গুলি ও মাদকদ্রব্য উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রুমা সেনা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে রুমা উপজেলার মিনঝিরি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ৩ রাউন্ড পিস্তলের এ্যামোনিশন ও মাদকদ্রব্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাহাড়ি সন্ত্রাসী একটি দল জনসাধারণের মধ্যে অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার করছে।





















