বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কুকি চীনের বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে কুকি চীনের সদস্যদের বন্দুকযুদ্ধের হয়েছে। এ সময় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আইএসপিআর জানিয়েছে, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রুমা থানার অফিসার্স ইনচার্জ মো. সোহরাওয়ার্দি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।