বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৯ শতাংশ হওয়ায় কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো
- আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৯ শতাংশ হওয়ায় কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরসহ উত্তরের জেলাগুলো। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অফিস বলছে, আগামীতে ক্রমাগতভাবে কমবে তাপমাত্রা। এমাসেই হতে পারে শৈত্যপ্রবাহ। ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঝিনাইদহেও একই অবস্থা বিরাজ করছে।
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরসহ দেশের উত্তরের জেলাগুলো। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় কুয়াশার এমন দাপট বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যক্ষেনাগার।
এদিকে, বাড়ছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। শীতের কারণে কমছে তাদের আয়। এছাড়াও, ভুগছেন গরম কাপড়ের সংকটে।
শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় নানা পরামর্শ দিচ্ছেন, চিকিৎসকরা।
এদিকে, ঝিনাইদহে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। ব্যাহত হচ্ছে যান চলাচল। সড়ক-মহাসড়কগুলোতে দুর্ঘটনা
এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে তাপমাত্রা। তবে, থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে নির্ধারিত সময়েই তারা বেরিয়ে পড়ছেন রাস্তায়। কুয়াশার চাদর ভেদ করে মাঠে কাজ করছে কৃষক।


















