বাজেটে প্রস্তাবের প্রতিফলন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বিজিএমইএ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে ২০২১-২২ অর্থবছরের বাজেটে পোশাক খাত ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিজিএমইএ’র বেশকিছু প্রস্তাব ছিল, যা শিল্পের ঘুরে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য ছিল অপরিহার্য। কিন্তু প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে রপ্তানি খাতের এই শীর্ষ সংগঠনটি।
ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হতাশা প্রকাশ করেন তৈরিপোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি- বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। এসময় নগদ সহায়তার ওপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহারেরও দাবি জানান তিনি। একই সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনায় অপ্রচলিত বাজারে রফতানি ধরে রাখতে প্রণোদনার হার ৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ করারও দাবি জানান ফারুক হাসান। তিনি বলেন, ৫ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ নির্ধারণের মাধ্যমে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে উচ্চ প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা আশাব্যঞ্জক হলেও রপ্তানী খাতের প্রবৃদ্ধি যথাযথ না হলে তা অর্জন সম্ভব হবে না।

 
																			 
																		

























