বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১৭৫০ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রোববার (২২ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চাই না। সেই চিন্তা থেকেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি।”
এর আগে ঘোষিত প্রস্তাবিত বাজেটে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত আয় ব্যবহারের মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব ছিল। তবে নানা মহলে সমালোচনার মুখে এ সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “দেশের অর্থনৈতিক শৃঙ্খলা এবং ন্যায়ভিত্তিক কর ব্যবস্থার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যারা নিয়মিত কর দেন, তাদের ন্যায্যতা রক্ষা করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
বাজেটোত্তর এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা। তাঁদের মতে, এতে করে সুশাসন ও কর নৈতিকতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হলো।