বাজেট প্রত্যাখানের ঘোষণা বিএনপি’র

- আপডেট সময় : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে পাশ হওয়া বাজেট গরীবকে গরীব এবং ধনীকে আরো ধনী করে দুর্ভিক্ষ সৃষ্টি করবে। পাশাপাশি আর্থিক খাতের লুটপাটকারিদের ও কালোটাকার মালিকদের উৎসাহিত করবে। এমন মন্তব্য করে বাজেট প্রত্যাখানের ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদের সামনে বাজেট নিয়ে এ প্রতিক্রিয়া জানান বিএনপি দলীয় সংসদ সদস্যরা । এ সময় আবারো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর দাবী জানান তারা।
২০২০-২১ অর্থবছরের জন্য কোনরকম কাটছাট ছাড়াই গেল মঙ্গলবার জাতীয় সংসদে পাশ হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট। করোনা সংকটে বাজেট আলোচনা ছাপিয়ে উঠে আসে স্বাস্থ্যখাতের দুর্বলতা ও সমালোচনা।
পরদিন জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে বাজেটের লিখিত অনুলিপি ছিড়ে প্রতিবাদ জানান বিএনপি দলীয় সংসদ সদস্যরা। লিখিত প্রতিক্রিয়ায়, বাজেটকে ধনী বান্ধব ও গরীব মারার বাজেট মন্তব্য করে প্রত্যাখানের ঘোষণাও দেন তারা।
মাত্র একদিনের সাধারণ আলোচনায় পাশা হওয়া এই বাজেটকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তারা।
অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবী করা হয়, বাজেট কেন্দ্রিক এই প্রতিবাদ সভায়।
এদিন সংসদের মিডিয়া সেন্টারে বাজেট বিষয়ক বিএনপির প্রতিক্রিয়া জানাবার কথা থাকলেও পূর্ব অনুমোতি না নেওয়ার কারণে পুলিশী বাধার মুখে তা করা সম্ভব হয়নি।