বাঘাইছড়িতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অফিসে ঢুকে সমর বিজয় চাকমা নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুপুরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খান। পুলিশ জানায়, ওই সময় সমর বিকাশ চাকমা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছিলেন। হঠাৎ এক দুর্বৃত্ত অফিসে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। অফিসের ভেতর চেয়ারে বসা অবস্থায় ঘটনাস্থলেই মারা যান সমর বিকাশ। তিনি রুপকারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।























