বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ইউনিয়ন সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে আরো দুইজনকে গ্রেফতার করা হয়।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী বাঘা যতীনের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়ায়। সদর উপজেলা পরিষদ থেকে প্রতিবাদ মিছিলটি শহর ঘুরে পাঁচ রাস্তার মোড়ে এসে সমবেত হয়। সদর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৩টি ওয়ার্ডের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, উগ্র মৌলবাদ গোষ্ঠী এই বিখ্যাতদের ভাষ্কর্যের উপর হামলা চালিয়ে দেশে অতিস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।
























