বাগেরহাটের সাংবাদিক পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়ায় স্থানীয় সাংবাদিক শুভংকর দাস বাচ্চু’র পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়েছে দূর্বৃত্তরা।
বাচ্চুর স্ত্রী প্রিয়াংকা রানী দাস বলেন, রাত দুইটার দিকে টের পাই কে যেন তার নাকে মুখে হাত দিচ্ছে। স্বামী বাচ্চুকে ডেকে তুললে দেখতে পায় আলো জেলে দেখে ঘরের সকল দরজা খোলা। শশুর, ননদ, স্বামী ও সন্তান সবাই অজ্ঞান। তখন স্ত্রী প্রিয়াংকাও শারীরিকভাবে অসুস্থ্য স্বাভাবিক চলাফেলা করতে পারছিলো না। সকালে স্থানীয়রা আমাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
























