খাল থেকে বালু তোলায় ধসে গেছে নালুয়া-ভোলা সড়ক

- আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে বালু তোলায় ধসে গেছে নালুয়া-ভোলা সড়ক। ঝুঁকিতে পড়েছে প্রায় আধা কিলোমিটার গ্রামীন সড়ক। দুটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের দাবি, ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় হক ক্যানেল থেকে বালু তোলায় রাস্তার এই দুরাবস্থা হয়েছে। তবে, চেয়ারম্যান বলছেন কিছুই জানেন না তিনি।
চিতলমারী উপজেলার নালুয়া-ভোলা সড়কটির পাশে রয়েছে ৩০ থেকে ৪০ ফুট চওড়া হক ক্যানেল। এর বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে তৈরি ড্রেজার দিয়ে বালু তোলায় ক্যানেলের গভীরতা বেড়েছে। এতে করে সড়কের প্রায় দেড়’শ থেকে দু‘শ ফুট ধসে গেছে। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকির মধ্যে পড়েছে প্রায় এক কিলোমিটার সড়ক।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এলাকাটি ঘুরে দেখেছেন। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিকে, বালু তোলার সাথে ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছেন তিনি। সড়কটি চলাচলের উপযোগী করতে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে বলে জানান, ইউএনও। রাস্তা ধসের প্রকৃত কারণ উদঘাটন ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।