বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্থ ২৫০ জন কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্থ ২৫০ জন কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
দুপুরে বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর জনকল্যাণ সংস্থা চত্বরে পেট্রোকেম এ্যাগ্রো-ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে এ ধানবীজ বিতরণ করা হয়।বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রেট্রোকেম বাংলাদেশের ডেপুটি সেলস ম্যানেজার মোঃ আব্দুল হান্নান, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাকিরুল ইসলাম, ফিল্ড এগ্রোনোমিস্ট মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ জসিম সরদার, সুলতানপুর জনকল্যাণ সংস্থার সভাপতি শেখ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।