বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে চলছে লোক উৎসব

- আপডেট সময় : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৬ তম জন্মবার্ষিকীতে সুনামগঞ্জের উজানধল গ্রামে চলছে দুইদিনব্যাপী লোকউৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিরাইয়ে ধল গ্রামে জড়ো হয়েছেন বাউল শিল্পী ও ভক্তরা। লোক কবিদের মিলনমেলায় গান আর সুরের মূর্ছনায় ভাসছে গোটাগ্রাম।
বাংলা মায়ের সন্তান, গ্রামের নজোয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
এ রকম মনভোলানো অনেক গানের জনক ভাটির বাউল সমাট্র শাহ আব্দুল করিম। তাঁকে স্মরণ করছেন তাঁর শীষ্য ও ভক্তবৃন্দরা। লোক উৎসবের শুরু ১৫ মার্চ থেকে।
অংশ নিয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও বাউল শিল্পীরা। বাউল সম্রাটের রচিত গানে ধল গ্রামে এখন লোকজ আমেজ। বসেছে বাহারী মেলা।
বুধবার মধ্যরাতে শেষ হবে দুদিনের এই আয়োজন। প্রথম দিনে গান পরিবেশন করেন শতাধিক বাউল। শাহ আব্দুল করিমের সৃষ্টকর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান অনুরাগীদের।
প্রতি বছর সরকারী পৃষ্ঠপোষকতার দাবি জানান বাউল সম্রাটের ছেলের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শাহ আব্দুল করিমের স্মৃতি রক্ষায় সংগ্রহ শালা নির্মাণে ২৩ লাখ অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
এমন আয়োজনে বাউল সম্রাট ও তাঁর সৃষ্টি বেঁচে যুগের পর যুগ বেঁচে থাকবে এমনটাই প্রত্যাশা সংস্কৃতিপ্রেমীদের।