বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে সম্প্রচারে গুরুত্ব দিয়েছে এসএটিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮১০ বার পড়া হয়েছে
তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্ব এখন একটি বৈশ্বিক গ্রাম। আর এই গ্লোবাল ভিলেজে নিজের দেশের কথা তুলে ধরতে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে সম্প্রচারের গুরুত্ব দিয়েছে দেশের শীর্ষ গণমাধ্যম- এসএটিভি। আগামীতে ইংরেজি ভার্সনে সংবাদ অনুষ্ঠান সম্প্রচারে পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বুধবার আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. স্কট লেকম্যান এসএটিভি পরিদর্শনের আসলে একথা জানান তিনি। আর স্কট লেকম্যান বলেন, এসএটিভি’র ইংরেজী সম্প্রচার আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে।
টেলিভিশনের সামনে এখন কেবল স্থানীয় দর্শক নয়, বসে থাকে পুরো বিশ্ব। দীর্ঘকাল ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কেবল বাংলাভাষী মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে দেশের খবর আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে শুরু হয়েছে ইংরেজি ভাষার কার্যকর ব্যবহার।
এরই ধারাবাহিকতায় এসএটিভি সর্বপ্রথম শুরু করে ১ ঘন্টার ইংরেজী কানেকটিভিটি-ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যুক্ত করা হয়, আলোচনা হয় বিশ্বের গুরুত্বপূর্ন নানা ইস্যু নিয়ে।
এসএ টিভির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সুদূর আমেরিকা থেকে যুক্ত হন ডাঃ স্কট লেকম্যান। আন্তজাতিক বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে তার। অতি সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন। প্রথমবারের মতো বুধবার আসেন এসএটিভির কার্যালয় পরিদর্শণে। এ সময় তাকে স্বাগত জানান, ব্যাবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। তিনি অফিস ঘুরে দেখেন এবং এর ভুয়সী প্রশংসা করেন।
পরিদর্শণ শেষে স্কট লেকম্যান বলেন, বাংলাদেশের সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসএ টিভি। তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক মানের ষ্টুডিওর মাধ্যমে ইংরেজী সম্প্রচার বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে।
এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং বাংলাদেশকে যারা বাইরে থেকে চিনতে চায়, তাদের কথাও বলতে চায় এসএ টিভি ।
আর এসএটিভির পরিচালক শামসুল আলম পান্থ বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত বা পাকিস্তান বৈশ্বিক সংবাদে যতটা আধিপত্য বিস্তার করে, ভাষার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সেখানে কিছুটা পিছিয়ে। এসএটিভি’র ইংরেজি সম্প্রচারে সেই শূন্যতা পূরণ হচ্ছে।
তবে এই পথচলা কেবল অনুবাদের নয়, বরং বিশ্বমানের সাংবাদিকতা নিশ্চিত করারও। সঠিক উচ্চারণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিউজ ফরম্যাটিং এবং বস্তুনিষ্ঠ উপস্থাপনা—সবই এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এসএ টিভি। লক্ষ্য একটাই—বিবিসি বা আল-জাজিরার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও জোরালো করা।











