বাংলাদেশের ১০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন ভারতীয় একুশের অনুষ্ঠানে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার বাংলাদেশ অংশে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে ভারতের অংশে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের ১০০ প্রতিনিধি। ১৯ বছর ধরে এই অনুষ্ঠান বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে উদযাপিত হয়ে আসছে।
দু’দেশের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। বাংলাদেশে থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন ভারতীয় একুশের অনুষ্ঠানে। এবার মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পৌর মেয়র শ্রী শংকর আঢ্য, বাংলাদেশের এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।