বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স

- আপডেট সময় : ১২:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে দুই দেশ সাক্ষর করে।
প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সঙ্গে বৈঠক করেন। সেখানে স্বাক্ষরিত সম্মতিপত্রে, আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের বিষয় যুক্ত হয়েছে। ঢাকা-প্যারিস সম্পর্কে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও বলেছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফরের প্রথম দিনে শেখ হাসিনাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়। পরে শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। আজ বুধবার প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।