বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত : এলজিআরডি মন্ত্রী

- আপডেট সময় : ০৫:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী। অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। কুমিল্লা ও জামালপুরে পৃথক অনুষ্ঠানে এ কথা বলেন সরকারের মন্ত্রীরা।
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী বার্ডে দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ডের ৫৪ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, যাদের গণতন্ত্রে বিশ্বাস নেই তারাই নির্বাচনকে গুরুত্ব দেয় না ।
জামালপুরের সরিষাবাড়িতে পঞ্চাশীতে দুপুরে শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এসময় তিনি বলেন, বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র প্রতিরোধ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।