বাংলাদেশের জাতিসংঘ টিমের প্রতি মহাসচিব পূর্ণ আস্থা রয়েছে : স্টিফেন ডোজারিক
- আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস যে বক্তব্য দিয়েছেন তাকে সমর্থন করে সংস্থাটি। এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন, বাংলাদেশের জাতিসংঘ টিমের প্রতি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পূর্ণ আস্থা রয়েছে।
জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র স্টিফেন ডোজারিক। ব্রিফ্রিংয়ে জাতিসংঘে মুখপাত্র ডোজারিক বলেন, বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধি দলে যারা কাজ করছেন তাদের সকলের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ আস্থা রয়েছে। যদি কোনো সদস্য রাষ্ট্র কোনো প্রতিনিধির বক্তব্য শোনার পর মনে করে তাদের এ ইস্যুতে কিছু বলার আছে তাহলে তাকে ডেকে বলতে পারে। এটা অস্বাভাবিক নয়, যা একটি নিয়মের অংশ বলা যায়।
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কিনা জানতে চাইলে ডোজারিক বলেন, বাংলাদেশে জনগণের কথা বলার এবং শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রয়েছে। জনগণের সে অধিকার নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।