বাংলাদেশের কৃতী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

- আপডেট সময় : ১০:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের কৃতী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এই পুরস্কার ও সংবর্ধনা মাদ্রাসা শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রেরণা যোগাবে। যা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আরো সমুজ্জল করবে।
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পৃথিবীর ১১১ দেশের ১৫৩ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র সালেহ আহমদ তাকরীম। পুরস্কার হিসেবে মিলে সাড়ে ২৭ লাখ টাকা, সনদ ও সম্মাননা ক্রেস্ট।
এমন অর্জনকে আরো ছড়িয়ে দিতে ধর্ম মন্ত্রনালয় এবং ইসলামী ফাউন্ডেশন তাকরীমের জন্য আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানের।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংবর্ধনা অনুষ্ঠানে
তেলাওয়াতে কোরআনের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন তাকরীম।
মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব হিফজুল কোরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে দেশকে বিশ্বজুড়ে সম্মানিত করেছে তাকরীম।
এ অর্জনের জন্য তাকে সম্মাননা স্বারক, কোরআনের তাফসির ও দুই লাখ টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অনুভুতির কথা জানান তাকরীমের গর্বিত পিতা ও শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, তাকরিমের এমন অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা আরো সমুজ্জল করছে।
মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরীম প্রথম আর মে মাসে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে তাকরীম।