বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বাড়াতে সৌদী সরকারের সঙ্গে খুব শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে

- আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বাড়াতে সৌদী সরকারের সঙ্গে খুব শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের। রোববার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এই আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-সৌদির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুদেশের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক আজ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং তা আগামী দিনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমর্থন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আরও ঘনিষ্ঠ হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশীকে করোনাকালীন সময়ে বিনামূল্যে সুচিকিৎসা ও করোনা ভাইরাসের টিকা সুবিধা দেয়ায় সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আজ ওআইসির মহাসচিবের সাথে তার জেদ্দায় বৈঠক হওয়ার কথা রয়েছে।