বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র : মিলার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ২৩৯২ বার পড়া হয়েছে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তর প্রধান মুখপাত্র ম্যাথু মিলার জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র।
তবে বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার একটা কথাই বলে আসছে, এখনও বলছে, আমরা কোনো দলের পক্ষে নই। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যা দেশটির জনগণেরও চাওয়া।