জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নের ৩৭ কোটি ৭ লাখ টাকা আত্মসাৎ : টিআইবি

- আপডেট সময় : ০৭:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সাতটি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ৫৪ দশমিক ৪ শতাংশ অর্থ আত্মসাৎ অথবা অপচয় করা হয়েছে। সাতটি প্রকল্পের জন্য ৬৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এরমধ্যে ৩৭ কোটি ৭ লাখ টাকা বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও আতাতের মাধ্যমে আত্মসাৎ বা অপচয় করা হয়েছে।
সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি পরিচালিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির জলবায়ু অর্থায়নে সুশাসন প্রকল্পের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক এম. জাকির হোসেন খান এসব তথ্য তুলে ধরেন। ২০১৮ সালের মাঝামাঝি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প-১ বনায়নের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ২৮ লাখ টাকার ৪০ শতাংশ বা তহবিলের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ হয়েছে। প্রকল্প-৭ বাস্তবায়নে ৭০ শতাংশ অতিরিক্ত ব্যয় প্রাক্কলনের মাধ্যমে অপচয় করা হয়েছে ৬৯ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সুশাননের অভাবেই এমন অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটছে।