বাংলাদেশে খাদ্য সংকট সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
করোনা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশংকা থাকলেও বাংলাদেশের তেমন কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বিকেলে সিলেট নগরে একটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি আরো বলেন, বিশ্বব্যাংক বলেছে দেশের জিডিপি খুব ভালো। মন্ত্রী বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব। এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়ক সংস্কার ও ৪ লেনের কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার সংস্কার ও পুন:নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।