বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি: সেব্রিনা ফ্লোরা
- আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। এমন তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুর ইনস্টিটিউট মিলনায়তনে, সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশকোনায় হজ ক্যাম্প থেকে শর্ত সাপেক্ষে উহান ফেরত ৩১২ বাংলাদেশিকে ছাড়া হয়েছে। তাদের সাথে আগামী ১০ দিন যোগাযোগ রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট-আইইডিসিআর’র কার্যালয়ে সংবাদ সম্মেলন জানানো হয়, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক ৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
পরিচালক জানান, করোনা আক্রান্ত না হওয়ায়, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকা চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জনকে শর্তসাপেক্ষে বাড়ি যাবার অনুমতি দেয়া হয়েছে।
সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজন আইসিইউতে থাকলেও বাকি ৪ জন ভালো আছেন বলে জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।











