বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩ কোটি ইউরো দেবে প্যারিস

- আপডেট সময় : ১১:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে ও ফ্রান্সের মধ্যে ৩টি চুক্তি সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩ কোটি ইউরো দেবে প্যারিস। ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি সই হয়। ফ্রান্সের আমন্ত্রণে বর্তমানে প্যারিসে আছেন শেখ হাসিনা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি’র সচিব ফাতিমা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্যারিস যে ৩৩ কোটি ইউরো দেবে তার মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলপমেন্ট- এএফডি’র মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তা হিসেবে ২০ কোটি ইউরো এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য ১৩ কোটি ইউরো রয়েছে। তিনি জানান, প্রকল্পটি এরই মধ্যে চালু করা হয়েছে এবং কার্যক্রম এখন চলমান রয়েছে। প্যারিসে চুক্তি সইয়ের সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় ফ্রান্স।