বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ওই চ্যানেলের সরকার বিরোধী প্রতিবেদনের ভিডিও-লিঙ্ক অনলাইন থেকে অপসারণের দাবী জানানো হয়েছে।
সুপ্রিমকোর্টের এক আইনজীবীর দায়ের করা রিটে টিভি চ্যানেলে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের ভিডিও ও লিঙ্ক ইউটিউবসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ ও অনলাইন মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে বিকেল ৩টা ৪৫ মিনিটে আবেদন টি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে বলে জানান রিটকারির আইনজীবী।


















