দেশকে বিশ্বের বুকে সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান মঈন খানের

- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। আর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে সমস্ত শক্তির উথান হচ্ছে, তা স্বাধীনতা-সার্বভৌমত্ত্বের জন্য বড় ধরনের ষড়যন্ত্র বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদই রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যত- ড. মারুফ মল্লিক এর নাগরিক জাতিবাদ ও জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ৭ই নভেম্বর প্রজন্ম।
আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ই আগস্টের পর হুমকির মুখে দেশে বিভাজন তৈরি হয়েছে। কোনো ঘটনা ঘটলেই শুধু বিএনপির নাম সবার আগে সামনে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, চরম জাতীয়তাবাদের ধারনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়েছিল।
ছাত্র জনতার গনঅভ্যুত্থানের জন্যই দেশে গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান।